নারীদের পিছনে রেখে সমাজ এগিয়ে নিতে চাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখতে মাদ্রাসায় নারীদের শিক্ষা আরও বিস্তৃত করা জরুরি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নিবরাস ফাউন্ডেশনের আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী মাদরাসা শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে। এসময় মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলেও আশাব্যক্ত করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।