প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

সিইসি জানান, নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে বিচার বিভাগের সহযোগিতা চান। বৈঠকে প্রধান বিচারপতিও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে নির্বাচনী তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট, সীমানা নির্ধারণ সংশ্লিষ্ট মামলা এবং বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ইসির সূত্রগুলো জানিয়েছে, ১০ বা ১১ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে পারে। ইতোমধ্যে সিইসির ভাষণ প্রস্তুত এবং রাষ্ট্রীয় মাধ্যম-বিটিভি ও বাংলাদেশ বেতার রেকর্ডিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে।

রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে সব নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে এবার সিইসি একাই উপস্থিত হন, সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সচিব।

তফসিলের পরে প্রতীক, প্রার্থিতা ও রিট সংক্রান্ত জটিলতা মোকাবিলায় আদালতের ভূমিকা নিয়ে পরিষ্কার ধারণা তৈরিই ছিল বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন।