বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মরণে ১৮ জুলাই দিনটিকে "বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস" হিসেবে ঘোষণা করেছে বর্তমান সরকার।

সোমবার (৩০ জুন) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, “সরকার পয়লা জুলাই ‘জুলাই’ মাসের কর্মসূচির জন্য একটি অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশ করতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলোর একটি হচ্ছে ১৮ জুলাই, যা সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা ও সচেতন প্রচেষ্টার প্রতি উৎসর্গ করা হয়েছে।”

তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (১ জুলাই) সরকারের অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হবে, যেখানে জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির বিস্তারিত উল্লেখ থাকবে।

এর আগে, প্রেস সচিব আরও একটি ফেসবুক পোস্টে লেখেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপ তৈরি হয়েছে পূর্ববর্তী সাংবাদিকতার ব্যর্থতা এবং নাগরিকদের অধিকার লঙ্ঘনের কারণে।”

তিনি উল্লেখ করেন, “গত বছরের ২৮ জুলাই কিছু শীর্ষ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সরাসরি হাসিনাকে প্রশ্ন তুলেছিলেন—‘এদের (বিক্ষোভকারীদের) খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’। এই ধরণের আচরণ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি। তাই আজ যখন শিক্ষার্থীরা ন্যায্য অধিকার দাবি করে, তখন স্বাভাবিকভাবেই এক ধরনের প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ২০২4 সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত সহিংস দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে এই দিনটি স্মরণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।