জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, আসন্ন সপ্তাহেই বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন।
রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার সূচনায় তিনি এ কথা বলেন।
ড. রীয়াজ বলেন, “এই সপ্তাহে আমাদের তিন দিন আলোচনা রয়েছে। এর মধ্যেই আমরা একটি দৃশ্যমান অগ্রগতিতে পৌঁছাতে চাই। দ্রুত একটি জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করতে কমিশন সক্রিয়ভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, ৩০ জুলাইয়ের মধ্যে—সর্বোচ্চ ৩১ জুলাইয়ের মধ্যে—কমিশন একটি যৌক্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে।