স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তিশালী ও বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভিডিপি দিবস’ গাজীপুরে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর এই আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ। গ্রাম ও নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা প্রায় ৬০ লক্ষ সদস্যের বিশাল স্বেচ্ছাসেবী পরিবারে পরিণত হয়েছে। তৃণমূল পর্যায়ে দেশের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে ভিডিপি সদস্যরা বাস্তব ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে চলেছেন।
তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান, সামাজিক অপরাধ দমন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, পূজামণ্ডপ ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম এবং জরুরি মানবিক সহায়তাসহ নানাবিধ সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
মহাপরিচালক আরও জানান, সকল ভিডিপি সদস্যকে আধুনিক ডিজিটাল ডাটাবেজ AVMIS-এর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা সহজ হচ্ছে। একই সঙ্গে যুগোপযোগী প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম, শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ-তরুণীদের নিয়ে ভিডিপির সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করা হয়েছে।
তিনি বলেন, অদম্য সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেম বুকে ধারণ করে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে ভিডিপিকে আরও সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও সমৃদ্ধশালী বাহিনীতে রূপান্তর করা যায়। এর মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের একটি নির্ভরযোগ্য ভিত্তি গড়ে উঠবে।
উৎসবমুখর এই আয়োজনে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক ভিডিপি সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের এই দিনে গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর গৌরবময় যাত্রা শুরু হয়।