প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি সংকটময় মুহূর্তের মুখোমুখি। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফলের ওপর।
তিনি আরও বলেন, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার ওপর দেশের গতিপথ নির্ভর করছে।
সোমবার (৩ নভেম্বর) সকালেই জাতীয় নির্বাচনের জন্য আনসার-ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আনসার সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
তিনি জানান, পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মুক্ত করা হবে ১৬ নভেম্বর। যারা নির্বাচনি দায়িত্বে থাকবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন।
সিইসি বলেন, গতানুগতিক ধারার বাহিরে গিয়ে কাজের সমাধান করতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি প্রধান নির্বাচন কমিশনারের চেয়ার। সবার সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না।
নাসির উদ্দিন বলেন, নির্বাচনে বিশাল ভূমিকা থাকবে আনসার সদস্যদের। সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।