বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, শ্লোগান নয়।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি আহ্বান জানান। তিনি বলেন,

আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান— আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, শ্লোগান নয়।

নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।