আওয়ামী লীগ সংগটিত হচ্ছে, মিছিল করছে এমন খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আপনারা (সাংবাদিকরা) যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো।

সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করবো। এ বিষয়ে সেদিন বিস্তারিত বলে দিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আরও বলেন, আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।

আওয়ামী লীগ তো সংগটিত হওয়ার চেষ্টা করছে তারা বিভিন্ন ঝটিকা মিছিল, রাতের মিছিল করছে এক্ষেত্রে পুলিশের কার্যক্রম কি হবে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেবো।

আপনারা অবৈধ অস্ত্র জমা নেয়ার উদ্যোগ নিয়েছিলেন, সেখানে কতোগুলো অস্ত্র জমা পড়েছে এবং শেখ হাসিনার সময়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালে কতোগুলো অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনও চলছে। তবে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেইপরিমাণ উদ্ধার করতে পারিনি বা হয় নি। আর অবৈধ অস্ত্রের সঠিক সংখ্যা এখন বলতে পারবো না।