কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, আবেগ ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

দিবসের সূচনা হয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি শহীদ মিনার থেকে শুরু হয়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনসহ দিনের বাকি কার্যক্রম সম্পন্ন করা হয়।

র‍্যালি ও অন্যান্য কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কিশোর-কিশোরী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। লাল-সবুজের পতাকা ও দেশাত্মবোধক স্লোগানে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শনী ও খেলাধুলার আয়োজন করা হয়। ডিসপ্লে প্রতিযোগিতা এবং ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ডিসপ্লেতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খাঁন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহান বিজয় দিবস খোকসাবাসীর মাঝে ঐক্য ও গৌরবের নতুন বার্তা পৌঁছে দিয়েছে।