মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে তিনি ডিগ্রির সনদ গ্রহণ করেন। সামাজিক ব্যবসা বিকাশ ও বিস্তারে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। এসময় মালয়েশিয়ার শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এর আগের দিন রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যে পুনরুদ্ধার হয়েছে। তিনি অভিযোগ করেন, স্বৈরশাসনের সময়ে ব্যাংক খালি করে আর্থিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, তবে প্রবাসী আয়ের ফলে অর্থনীতি আবারও শক্ত ভিত্তি পেয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তারাও অংশ নিতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে।
মালয়েশিয়ার ব্যবসায়ী ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির উদ্যোক্তারা। এছাড়া অনিয়মিত অভিবাসীদের কাগজপত্র সমস্যার সমাধানে সরকার উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছেন।