ঈদুল ফিতরের ৯ দিনের দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল শুক্রবার ঈদের পঞ্চম দিন পার হলেও ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়নি। তবে আজ শনিবার ( ৫ এপ্রিল) থেকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নাড়ির টানে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ আজ ফিরতে শুরু করবে পুরোদমে। কেউ কেউ যানজট এড়াতে আগেই ঢাকায় চলে আসছে। তবে বিগত বছরগুলোর মতো এবার ভোগান্তি নেই। তীব্র ভিড় আর যানবাহনের চাপ, কোনোটিই নেই রাজধানীর প্রবেশ ও বাইরের মুখগুলোতে।

সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বলছেন, ফিরতি যাত্রীর চাপ এখনো কম। তবে আজ চাপ বাড়বে। রাজধানীতে ফিরতে কোথাও তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না বলে ভাষ্য যাত্রীদের। ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি প্রকাশ করছে নগরে ফেরা মানুষ।

দেখা গেছে, নিরাপদ বাহন হিসেবে ঈদ ফিরতি যাত্রায় ট্রেনে আসছে হাজার হাজার যাত্রী। তারা জানায়, পথে তেমন কোনো ভোগান্তি নেই, স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করছে।