বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহুল আলোচিত, কাক্সিক্ষত এবং জনপ্রত্যাশিত জাতীয় সমাবেশ আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের বার্তা ঘোষণা দেওয়ার জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন দলটির নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। সমাবেশে স্টেজে আতিথেয়তা গ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনসহ আন্দোলনে শহীদ পরিবার ও আহত কয়েক শ’ অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। সারাদেশ থেকে ট্রেন,বাস, নৌ ও সড়কপথে কিভাবে জনগণ এসে সমাবেশে যোগ দেবেন তার নির্দেশনা দেওয়া হয়েছে ।