অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত থাকবে।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস জানান, অর্থনীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে সহযোগিতা করায় তিনি মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহায়তা প্রয়োজন।

অন্যদিকে, যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।