নতুন সংবিধান প্রণয়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই এ সময়ের মধ্যে ১৯৭২ সালের সংবিধানের মৌলিক কাঠামো ধরে রেখে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রোববার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘নতুন সংবিধান তৈরি করতে সময় লাগবে, তাই এখনকার প্রয়োজন অনুযায়ী ৭২-এর সংবিধানের ফান্ডামেন্টালস ধরে রেখে কাজ করা উচিত।’

তিনি জানান, সংবিধান নিয়ে গঠিত খসড়ায় ‘জুলাই সনদ’-কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে উচ্চকক্ষের ক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন নতুন কমিশনের প্রস্তাব, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘সব উত্তর সংবিধানে থাকে না। সুশাসনের জন্য ছোট ছোট আইনেরও প্রয়োজন রয়েছে।’