যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে তিনি জিয়া আর্ন্তজাতিক বিমানবন্ধরে পৌছান। তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ সাহাবুদ্দিন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ড. আবদুল মান্নান, শামসুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্ল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

পরে তিনি ভিআইপি লাউঞ্চের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী বাইরে অপেক্ষা করছিলেন।

ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন রাজ্যে প্রবাসীদের আয়োজিত সভায় অংশ নেন। পরবর্তীতে যুক্তরাজ্য যান। সেখানে সাংবাদিক সম্মেলনসহ প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সফর শেষে দেশে ফিরছেন তিনি।
এর মধ্যে ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১ নবেম্বর) রাতে এই ঘোষণা দেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম।