হযরত হাফেজ্জী হুজুর রহ. এর ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ও কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়ার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর নামাজে জানাজায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। মাদ্রাসার সুবিশাল মসজিদ, তিনটি মাঠ পরিপূর্ণ হয়ে আশেপাশের সকল রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়েছিল, গতকাল ৪ এপ্রিল শুক্রবার রাত ১০ টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাদ্রাসায়।
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ও আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান মাওলানা শাইখ সাজেদুর রহমান, হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির মাওলানা মামুনুল হক, সিনিয়ার নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা মহিউদ্দিন রব্বানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমোনাই এর প্রতিনিধি মাওলানা নুরুল করিম, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সেক্রেটারি জেনারেল ডক্টর খলিলুর রহমান মাদানী, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপি'র নেতা- সাবেক চেয়ারম্যান মনির হুসেন, হাফেজ্জী হুজুরের খলিফা শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী, মাওলানা ইসমাইল বরিশালী, শাইখুল হাদিস হেলাল উদ্দিন, মুফতী জাফর আহমাদ পীর সাহেব ঢালকানগর, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি দেলোয়ার হুসাইন, মুফতী হারুন বিন ইজহার, লালবাগ মাদ্রাসার মুফতি জসিম উদ্দিন, জনাব নুরুল ইসলাম বুলবুল, মাওলানা মিনহাজ উদ্দিন, মাদানিনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী, মাওলানা আবদুল কাইয়ূম সোবহানী, মাওলানা আলী আজম ব্রাহ্মণবাড়িয়া, শাইখুল হাদীস মাওলানা বোরহানউদ্দিন কাসেমী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি ও মাওলানা আজিজুল হক প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর বড় সাহেবজাদা মাওলানা হাফেজ মাহমুদুল্লাহ ও হাফেজ মাওলানা সানাউল্লাহ এবং জামাতা মাওলানা মুসা বিন ইজহার।
পরিচালনায় করেন- মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মাওলানা সুলতান মহিউদ্দিন।
জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা সাইদুর রহমান। নামাজে জানাজার পর জামিয়া নুরিয়ার হাফেজ্জী হুজুর রহ. এর মাকবারায় তাকে দাফন করা হয়।