কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে বিপুল অর্থ।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দানবাক্স খোলার কাজ শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
প্রায় সাড়ে ৪ মাস পর এক সাথে ১৪টি লোহার দানবাক্স খোলা হয়। এবার যুক্ত করা হয়েছে আরও দুটি নতুন বাক্স। সব মিলিয়ে দান হিসেবে এসেছে ৩২ বস্তা টাকা, সঙ্গে কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দানবাক্স খোলার কাজে অংশ নেয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা-এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা। প্রায় চার শতাধিক মানুষ এ কার্যক্রমে যুক্ত ছিলেন।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল খোলা হয়েছিল দানবাক্স। তখন রেকর্ড পরিমাণ প্রায় ৯ কোটি ১৮ লাখ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা সংগ্রহ হয়েছিল।
আজকের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।