বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মুজাহিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চল, সাবেক ছাত্রনেতা এএস এম শাহরিয়ার হাসান বাবু,রাজ্জাক, আজিজুল,মোঃআবিদ আলম রাহাত, মাহমুদ,রাজু, আবুল বাশার,সাব্বির,সাকিব,কামরান,শুভ,ইমরান মোড়ল,রনি,তানভীর,রাকিব,তৈইবুর, হোসাইন,রাজিবুল্লাহ প্রমূখ।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে গত ১৪ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। কয়েকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ইতিমধ্যে তাঁকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তাঁর বড় পূত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে জাহিদ হোসেন বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তাঁর শারীরিক অবস্থার ওপর। সেটাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।