বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, হাইকমিশন, কনস্যুলেটসহ কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে, এ নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরে তারা অন্য মিশনগুলোতে বিষয়টি পৌঁছে দিচ্ছেন।
দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই এখনো এ ধরনের কোনো নির্দেশনা পাননি। তবে বিদেশের অন্তত দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে এ নির্দেশনা পেয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নির্দিষ্ট কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে বলা হয়েছে যেন তারা মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর কাজ তদারকি করেন।
একজন কূটনীতিক বলেন, আমাদের অঞ্চলে যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি সরাসরি জানাননি। কাছের একটি মিশনের একজন রাষ্ট্রদূতের কাছ থেকে আমরা নির্দেশনার বিষয়টি জেনেছি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক মিশনের এক কর্মকর্তা জানান, আমাদের সহকর্মী পাশের একটি মিশন থেকে ফোন পেয়েছিলেন। তবে আমরা আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেখেছিলাম।