প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে পৌঁছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন, যেখানে রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজে বের করা হবে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বেলা ১১টায় প্রধান উপদেষ্টা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখবেন।
এর আগে রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সম্মেলন শুরু হয়। তিন দিনের এই আয়োজন যৌথভাবে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।
প্রথম দিনে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কার্যকর পথ, আন্তর্জাতিক তহবিলের ব্যবস্থা, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মানসিক সমর্থন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।