ডা. শফিকুর রমহান তাঁর পোস্টে লিখেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সাংস্কৃতিক জগতের কিংবদন্তি জনাব মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবাহী এক সাংস্কৃতিক পরিবারের সদস্য জনাব আব্বাসী সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে এক সোনালি অধ্যায় রচনা করে গেছেন।
মহান রাব্বুল আলামিন তাঁর এই বান্দার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর সফরকে সহজ করে দিন। আখের, তাঁর গুনাহ ও ভুল-ত্রুটি ক্ষমা করে, তাঁর নেক আমলগুলো কবুল করে, মেহেরবানী করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।
মরহুমের আপনজন, প্রিয়জন, সহকর্মী ও গুণগ্রাহীদের আল্লাহ তা'আলা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।।