দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সতর্ক অবস্থানে গেছে শিক্ষা প্রশাসন। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য প্রতিটি অফিস কক্ষ বা শ্রেণিকক্ষ ত্যাগের আগে বৈদ্যুতিক সুইচ, ফ্যান ও এসির সংযোগ বন্ধ রাখা নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছোট ছোট সতর্কতা বড় দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

এর আগে চলতি মাসেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৪ অক্টোবর মিরপুরের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন। এরপর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনীকে টানা ২৭ ঘণ্টা কাজ করতে হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তা জোরদারে এই সতর্ক নির্দেশনা দিয়েছে মাউশি।