প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
শনিবার ( ৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি আশা প্রকাশ করে বলেন, “নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। অতীতের বিতর্কিত নির্বাচন প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন, তাদের সরিয়ে দিয়ে নতুন ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে।”
নিরপেক্ষতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না; বরং ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেই কাজ করবে। ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানি দায়িত্বও।”
তিনি আরও জানান, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা প্রয়োজন। কমিশনের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা এবং নির্বাচনী পরিবেশকে আয়নার মতো স্বচ্ছ রাখা। “বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে চাই যে আমাদের প্রচেষ্টা ও আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না,” যোগ করেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হবে। কমিশনের একমাস মেয়াদি পরিকল্পনায় শুধু রাজনৈতিক দল নয়, সব স্টেকহোল্ডারকেই অন্তর্ভুক্ত করা হবে। তার মতে, ভোটকেন্দ্রে ভোটারদের আনা এবং কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জনগণের বিশ্বাস পুনরুদ্ধার সম্ভব হবে।