আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেটের জন্য অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১২ মে) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী নিষিদ্ধের বিষয়ে পত্র-পত্রিকায় দেখেছি। কিন্তু আমাদের কাছে এখনও কোনও প্রজ্ঞাপন আসেনি। প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না।

এদিকে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন বাতিলে কমিশনের কাছে দাবি জানিয়েছে গনঅধিকার পরিষদ।