স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে, দেশে 'মব ভায়োলেন্স' বা জনরোষের ঘটনা আগের তুলনায় কমেছে।
সোমবার ( ৪ জুলাই) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
মবের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দিইনি।"
নির্বাচন প্রসঙ্গে পুলিশি প্রস্তুতি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচনে কোন দল অংশ নেবে আর কোন দল নেবে না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমার দায়িত্ব হলো, নির্বাচনের সময় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। আমরা সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি এবং প্রশিক্ষণও দিচ্ছি।"
কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুরক্ষা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, "আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যারা বেশি ঝুঁকিপূর্ণ (ভালনারেবল), তাদের একটু বেশি সুরক্ষা দেওয়া হয়। আপনারা তো ঝুঁকিপূর্ণ নন, তাই আপনাদের সুরক্ষার প্রয়োজন হয় না।"
ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কীভাবে চিহ্নিত করা হয়—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে এবং আপনাদের কাছ থেকেও আমরা তথ্য পাই।"
বর্তমান বাহিনী দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "এই বাহিনী দিয়েই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।"