বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং ঢাকা জেলার পুলিশ সুপার, মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিআইজি ড. মো. নাজমুল করিম খানকে সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার, মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পুলিশ সদরদপ্তর এবং বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁরা দেশ ও জনগণের সেবায় নিজেদের আরও নিবেদিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।