বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি নতুন ত্রিপক্ষীয় সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক অগ্রগতি এবং তিন দেশের জনগণের জীবনমান উন্নয়নকে প্রাধান্য দিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার (২১ জুন) বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বৈঠকে অংশ নেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশ পারস্পরিক আস্থা, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে একটি টেকসই সহযোগিতা কাঠামো গড়ে তোলার বিষয়ে সম্মত হয়। এই সহযোগিতার লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা।

বৈঠকে শিল্প, বাণিজ্য, নৌপরিবহন, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার রূপরেখা তুলে ধরা হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন পক্ষ নিশ্চিত করেছে, এই ত্রিপক্ষীয় সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এটি হবে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম, যা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পক্ষে কাজ করবে।