চীনা-বাংলাদেশী পাঠক ফোরাম এর উদ্যোগে হোটেল ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’র বলরুমে ‘সি চিন পিং: দেশ প্রশাসন’ বই বিষয়ক সভার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফাওজুল কবির খান। বক্তব্য রাখেন চীনের মান্যবার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ দেশের শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রমুখ।

WhatsApp Image 2025-05-11 at 19.28.42_6e05e807

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি; বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে পদ্মাসেতু, কর্নফুলি টানেলসহ বিভিন্ন সেতুতে চায়নার ইনভেস্টমেন্ট ও প্রযুক্তি সহায়তা দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করেছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে বাংলাদেশের জনগণ আশা করে। ‘সি চিন পিং: দেশ প্রশাসন’ গ্রন্থটি চায়নার রাষ্ট্র পরিচালনায় প্রশাসন, অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও জনগণের অধিকার সম্পর্কে বাংলা ভাষাভাষি মানুষকে অধিকতর জানার সুযোগ করে দিবে।

IMG-20250511-WA0012

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, লেখক, পাঠক, বুদ্ধিজীবীসহ চীন ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ।