ফ্যাসিস্ট আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডঃ খলিলুর রহমান মাদানী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসাইন, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহাম্মদ খান, মাওলানা শরিফুল ইসলাম, শাহবাগ পশ্চিম থানা আমীর এড. শাহ মাহফুজুল হক, ওয়ারী পূর্ব থানা আমীর মুতাছিম বিল্লাহ, হাজারীবাগ থানা আমীর মাহফুজুর রহমান, রমনা থানা আমীর আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার (৮ মে) রাত রাত দেড়টার দিকে তাদের অবস্থান চলমান ছিল। এর আগে রাত একটার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে যমুনার সামনে আসেন কেন্দ্রীয় নেতারা। তবে রাত ১০টার পর থেকেই অবস্থান করছেন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী ঝাত্র শিবির ছাড়াও যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, ছাত্র পক্ষের নেতাকর্মীরা।