ঢাকার মিরপুর এলাকায় চাঁদাবাজদের পক্ষে তদবিরকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী ও দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ক্ষুব্ধ ভাষায় তিনি লেখেন, “মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ গ্রেপ্তার করব। সাবধান হয়ে যান, নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেব। মাইনাস টলারেন্স।”

এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার সকাল পর্যন্ত এতে ৪ হাজারেরও বেশি রিয়েকশন, ৬ শতাধিক শেয়ার ও প্রচুর মন্তব্য পড়েছে। অনেকেই তার এই স্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।