অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের নির্ধারিত বৈঠকটি হচ্ছে না। চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে আজ বিকেল ৪টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে, এনবিআর সংস্কার রোধ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এতে সরকারের রাজস্ব আদায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেছেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত না করলে তিনি আলোচনায় বসবেন না।
রোববার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, এনবিআরের চলমান আন্দোলন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে এনবিআরের একটি সূত্র জানিয়েছিল, অচলাবস্থা নিরসনে রোববার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে।
আন্দোলনের কারণে বন্ধ রয়েছে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে বন্দরের কনটেইনার ডেলিভারি, মূল্যায়ন ও কাস্টমস ক্লিয়ারেন্স। এতে ব্যাহত হচ্ছে রাজস্ব আদায় এবং বাণিজ্যিক কার্যক্রম।
গত শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো এক যৌথ সংবাদ সম্মেলনে জানায়, চলমান আন্দোলনের কারণে শুধু তৈরি পোশাক খাতেই প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তারা অর্থনীতি ও ব্যবসার স্বার্থে পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার এবং আন্দোলনকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।