জাতীয়
স্বৈরাচারের সুবিধাভোগী ওসি দুর্গাপুর থানায় আসায় ক্ষোভ
স্বৈরাচার হাসিনার আমলের সুবিধাভোগী অফিসার্স ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মাহমুদুল হাসানকে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকার দুর্গাপুর থানার ওসি হিসেবে পোস্টিং দেওয়ায় স্থানীয় জনগণ ও পুলিশের অন্য কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে

স্বৈরাচার হাসিনার আমলের সুবিধাভোগী অফিসার্স ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মাহমুদুল হাসানকে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকার দুর্গাপুর থানার ওসি হিসেবে পোস্টিং দেওয়ায় স্থানীয় জনগণ ও পুলিশের অন্য কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, ইন্সপেক্টর মোঃ মাহমুদুল হাসান (নিঃ) বিপি নং – ৮০০৬১১১২৪০৬ গত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সুবিধাভোগী।
তিনি ২০২০ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত ৪টি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলার ০৩ টি থানায়। যথাক্রমে হালুয়াঘাট থানা ২৬/০৬/২০২০ ইং হতে ৩১/০৭/২০২১ ইং পর্যন্ত। মুক্তাগাছা থানায় ৩১/০৭/২১ ইং তারিখ হতে ২৯/১১/২২ ইং তারিখ পর্যন্ত। গৌরীপুর থানায় ৩০/১১/২২ ইং হইতে ১০/১২/২৩ ইং তারিখ পর্যন্ত। এবং জামালপুর জেলার ০১ টি থানায়। মাদারগঞ্জ থানায় ১১/১২/২৩ ইং হইতে ১৭/০৭/২৪ ইং তারিখ পর্যন্ত।
এদিকে ইন্সপেক্টর মাহমুদুল হাসান যে ফ্যাসিবাদের দোসর ছিলেন তারও প্রমাণ পাওয়া গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শেখ মুজিবের মূরালের সামনে দাঁড়িয়ে আত্মতৃপ্তির সহিত ছবি তুলে তার স্তুতি গেয়ে পোস্ট দিয়েছেন। যা এখনো ফেইসবুকে রয়ে গেছে।
নিরপেক্ষ একাধিক পুলিশ কর্মকর্তার প্রশ্ন কিভাবে ফ্যাসিবাদের নায়করা পুনরায় অন্তর্বতীকালীন সরকারের আমলে দুর্গাপুর থানা ওসি হিসেবে পদায়ন পায় ?
এব্যাপারে নেত্রকোনা জেলার বর্তমান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, সবকিছু জেনেই মাহমুদুল হাসানকে দুর্গাপুরে পোস্টিং দিয়েছেন। বাই রুটেশনে তাকে সেখানে দেওয়া হয়েছে বলেও জানান জেলার এই পুলিশ কর্তা।