রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব পরার কারণে প্রায় ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে প্রতিষ্ঠানটির প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণিতে।

অভিভাবকদের অভিযোগ, রোববার (২৪ আগস্ট) তাদের সন্তানরা নিয়মিত ক্লাসে অংশ নেয়। প্রথমদিকে কোনো শিক্ষক আপত্তি না করলেও শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের হিজাবের কারণে ক্লাস থেকে বের করে দেন এবং খারাপ ব্যবহার করেন। এমনকি তিনি নাকি মন্তব্য করেন, হিজাব পরে জঙ্গিদের মতো এসেছে।

তবে অভিযুক্ত শিক্ষিকা বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, শিক্ষার্থীরা হিজাব নয়, বরং স্কুল অনুমোদিত সাদা স্কার্ফের পরিবর্তে ওড়না পরে এসেছিল। প্রতিষ্ঠানটির ড্রেস কোড অনুযায়ী এটা অনুমোদিত নয়। তাই নিয়ম মানাতে তিনি এই পদক্ষেপ নেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনাও চলছে।