বাংলাদেশীদের স্বাস্থ্যসেবায় সহায়তা করতে চট্টগ্রাম থেকে চীনের কুনমিংয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

শনিবার (২৯ মার্চ) এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশী রোগীদের চিকিৎসা দিতে কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে চীন। তবে বিমান টিকিটে উচ্চ খরচ সেখানে ভ্রমণের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইটগুলো ভ্রমণের সময় ও খরচ কমাবে। এতে আরো বেশি বাংলাদেশী দেশটিতে চিকিৎসা নিতে যেতে পারবে।

এ বিষয়ে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশীদের জন্য নির্দিষ্ট হাসপাতাল ফ্লোর বরাদ্দ করেছে। চিকিৎসার খরচ যথেষ্ট সাশ্রয়ী। বাংলাদেশী রোগীরা স্থানীয়দের মতো একই ফি পরিশোধ করবেন।

কুনমিং ভ্রমণকে ত্বরান্বিত করতে, ঢাকা এবং কুনমিংয়ের মধ্যে বিমান টিকিটের খরচ কমানোর পদক্ষেপ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশীদের স্বাস্থ্যসেবায় সেখানে আরো প্রতিষ্ঠান করা হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুনমিংয়ের চিকিৎসা সুবিধাগুলো পর্যবেক্ষণে এপ্রিলে সেখানে সাংবাদিক দল পাঠাবে বাংলাদেশ।