টঙ্গী টিএন্ডটি কলোনী জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় শুক্রবার রাতে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, একজন বর্ষীয়ান আলেমের অপহরণের ঘটনাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। মামলা রুজুর আগেই অনুসন্ধান শুরু হয় এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে দায়ী না করে ধৈর্যশীল থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি পুলিশ তদন্তে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রত্যাশা করছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, একজন সম্মানিত আলেমের অপহরণের ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ঘটনাটির রহস্য উদঘাটনে ইতোমধ্যে একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে। পুলিশ কারও প্রতি পক্ষপাতদুষ্ট নয়—সত্য উদঘাটনে আমরা সম্পূর্ণভাবে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিক সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, গুজব নয়, সত্য তথ্য ও শান্ত পরিবেশ বজায় থাকুক।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় স্থানীয়রা আশাবাদী যে দ্রুতই রহস্য উদঘাটন হবে এবং অপরাধীরা আইনের আওতায় আসবে।