নিয়মিত সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন।
একইসঙ্গে তিনি ঘোষণা করেছেন, ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের অবশ্যই নির্বাচনী কার্যক্রম শুরুর আগে পদত্যাগ করা উচিত।”
তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের দায়িত্ব রয়েছে।
তাই স্বচ্ছতা নিশ্চিত করতে নিজে পদত্যাগ করছেন এবং যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত থাকেন এবং নির্বাচনে অংশ নেবেন, তাদেরও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, এখনও তিনি চূড়ান্তভাবে নির্ধারণ করেননি কোন আসন থেকে বা কোন দল থেকে নির্বাচন করবেন। তবে তিনি নিশ্চিত করেছেন, ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।