৬ষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০ টা ৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছেন।

এর আগে তিনি স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাংকক ত্যাগ করেন তিনি। 

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমসটেক সম্মেলন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ সময় থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

এর আগে, বৃহস্পতিবার তিনি ব্যাংকক পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক।

এ ছাড়া আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ।