‘তামান্না আক্তার ইয়েসমান’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশবিরোধী অপপ্রচারের অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (১৯ জুন) সিএ প্রেস উইং ফ্যাক্ট চেকিং ইউনিটের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই অ্যাকাউন্টটি ভুয়া পরিচয় ব্যবহার করে ‘আন্তর্জাতিক প্রভাবশালী’ সাজার চেষ্টা করেছে এবং এর মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
প্রেস উইংয়ের দাবি, অ্যাকাউন্টটিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র সচিব রীম আল-হাশিমির ছবি ও ভিডিও ব্যবহার করে পরিচয় গোপন রাখা হয়েছে। এই প্রোফাইল থেকে প্রকাশিত পোস্টগুলোতে বারবার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং বিপরীতে অধ্যাপক ইউনূস ও বর্তমান সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে—সুইজারল্যান্ড, রাশিয়া ও অস্ট্রেলিয়ার আদালত রূপপুর প্রকল্পে দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে ক্ষমা করেছে; বাংলাদেশ নির্বাচন কমিশনের ওপর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে; এমনকি জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘তামান্না’র দেখা হয়েছে—যা সবই ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে প্রেস উইং।
তারা আরও জানায়, ১ থেকে ১৫ জুন পর্যন্ত পোস্ট করা ১০৩টি কনটেন্টের ৮০ শতাংশে রীম আল-হাশিমির ছবি ব্যবহার করা হয়েছে এবং ১৭ শতাংশে শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে। অন্যদিকে, মাত্র ৬টি পোস্টে প্রধানমন্ত্রী ইউনূসকে সরাসরি নিশানা করে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে।
প্রেস উইং বলছে, এই ধরনের ভুয়া প্রচারণা আওয়ামী লীগপন্থী ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে দিয়ে প্রোপাগান্ডার রূপ দেওয়া হয়েছে এবং পরে এটি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে।
প্রেস উইং স্পষ্টভাবে জানায়, “এই প্রোফাইলটি মিথ্যা ও বিভ্রান্তিকর উদ্দেশ্যে তৈরি। জনগণকে এ ধরনের প্রোপাগান্ডা থেকে সতর্ক থাকতে হবে।”