DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

জাতীয়

এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা

’পতিত ফ্যাসিস্ট লোকদের কাছে প্রচুর টাকা ও বদ মতলব রয়েছে। তারাই পরিস্থিতি খারাপ করছে।’

অনলাইন ডেস্ক
asifnojrul-icc
এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা

এবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তার মতে, পতিত ফ্যাসিস্ট লোকদের কাছে প্রচুর টাকা ও বদ মতলব রয়েছে। তারাই পরিস্থিতি খারাপ করছে।

সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়া পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা ও বদ মতলব রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি।’