মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা সহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় মধ্যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হলে তারা এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ব্লকেডের ঘোষণা দেন। পাশাপাশি আন্দোলনের ধারাবাহিকতায় যমুনা অভিমুখে পদযাত্রা ও আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচির কথাও ইঙ্গিত দেন তিনি।
আজ সকালে (বুধবার) সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষকরা একে একে জড়ো হচ্ছেন। ব্যানার ও ফেস্টুন হাতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ‘শিক্ষকের সম্মান, রাষ্ট্রের মান’, “বেতন বৈষম্য বন্ধ করো”, ‘ন্যায্য দাবি মেনে নাও’ এসব ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বারবার উপেক্ষিত হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তাদের বক্তব্য, আমরা সরকারকে সহযোগিতা করছি।
দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না এলে শাহবাগ অবরোধ করা হবে। যদি সরকার আমাদের সহযোগিতাকে দুর্বলতা ভাবে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে নামব।”
তারা আরও বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত কোনোভাবেই সড়ক ছেড়ে যাবেন না। প্রয়োজনে অবরোধ চলাকালীন পুলিশি বাধার মুখেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।