প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সতর্ক করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভুয়া তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর বড় হাতিয়ার হতে পারে। তিনি বলেন, “এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। নির্বাচনে এআই ব্যবহার করে ভুয়া ভিডিও, চরিত্র হননমূলক কনটেন্ট কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য তৈরি হতে পারে। এসব ঘটনা অপ্রত্যাশিত নয়, বরং ঘটবেই। সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণকে সচেতন করা।”

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে অনুষ্ঠিত ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, “আমরা স্কাউটদের মাধ্যমে তরুণদের সচেতন করছি। নির্বাচনে কীভাবে স্কাউটদের অংশগ্রহণ করানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা চলছে।”

বাংলাদেশ স্কাউটস ও ক্যাম্প চীফের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “জাতীয় নির্বাচনে অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে স্কাউটদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। স্কুল ও কলেজ পড়ুয়া স্কাউটদের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ চলছে।”

জাম্বুরী মিডিয়া সেলের সদস্য সচিব মশিউর রহমান জানান, এবারের আয়োজনে সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৮০০ বিজ্ঞানমনস্ক স্কাউট, ১০০ স্কাউট লিডার, ২০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউটসহ প্রায় ১২০০ জন অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এ জাম্বুরীতে থাকছে টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস, প্লে টাইম প্যারাডাইস, হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন এবং ক্যাম্প ফায়ারের মতো কর্মসূচি।

জাম্বুরী ময়দান ইতিমধ্যেই ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে। তাঁবুতে অবস্থান করে তারা আইসিটি দক্ষতা অর্জনের পাশাপাশি নানা আকর্ষণীয় কার্যক্রমে অংশ নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু সালেহ মহিউদ্দিন খাঁ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নানসহ প্রশাসন ও শিক্ষাবিদরা।

আগামীকাল ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী।