জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নিয়মে বড় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো সংবেদনশীল বিষয়গুলো আর উপজেলা বা জেলা পর্যায়ে নয়, সরাসরি ইসি’র প্রধান কার্যালয়ে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, নতুনভাবে তৈরি করা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), যেখানে এনআইডি সংশোধনের প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করার ব্যবস্থা রাখা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, “বয়স সংশোধনের বিষয়টি খুবই সংবেদনশীল। তাই এটি আর মাঠ পর্যায়ে না রেখে কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অন্যান্য সাধারণ সংশোধন আগের মতোই স্থানীয় অফিসে করা যাবে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে এনআইডি সংশোধনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা ডাটাবেজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপব্যবহার ঠেকাতেই সংশোধনের প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।

হুমায়ুন কবীর বলেন, “আমরা দেখছি—কিছু মানুষ প্রকৃত প্রয়োজনে নয়, বরং অপরাধমূলক উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের চেষ্টা করছে। এসব ঠেকাতে হলে সংশোধন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ বাড়াতে হবে। ডাটাবেজের সুরক্ষার স্বার্থে বয়স সংশোধনের সুযোগ সীমিত করার বিষয়টি এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে।”

এনআইডি সংশোধন প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করতে এসওপিতে বেশ কিছু নতুন ধারা যুক্ত হচ্ছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে—

আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ,

অসম্পূর্ণ তথ্যের কারণে বছরের পর বছর আবেদন ঝুলে থাকার প্রবণতা বন্ধ,

এবং দালিলিক প্রমাণ যাচাইয়ের নিয়ম আরও কঠোর করা।

তবে এসব প্রস্তাব কার্যকর হওয়ার আগে কমিশনের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানান ইসি কর্মকর্তারা।