ফ্যাসিবাদীদের নির্বাচন করার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল বুধবার সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, কোনো স্বৈরাচারী রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই এখন অবান্তর। আমরা দেখেছি, নিষিদ্ধ করেই এরকম একটি দলের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। তাই শুধু নিষিদ্ধই নয়, আমরা মনে করি এরকম একটি ফ্যাসিস্ট দল, যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিৎ।

সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান উপদেষ্টা। বলেন, সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার। বাংলাদেশের মানুষ তাদের প্রাত্যহিক সেবা ঠিকমতো পাচ্ছে না। সেটা নিশ্চত করা এই সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্র্বতীকালীন সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।