দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ চালু করতে যাচ্ছে সরকার। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এজন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের হালনাগাদ তথ্য পাঠাতে বলা হয়েছে।
রোববার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, নির্ধারিত ছকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে ৩০ জুনের মধ্যে ই-মেইলে ([email protected]) পিডিএফ ও এমএস এক্সেল ফরম্যাটে সফট কপি এবং হার্ড কপি পাঠাতে হবে। কক্সবাজার ও বান্দরবান জেলা এই কর্মসূচির বাইরে থাকছে।
এই তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দ্রুত ও দায়িত্বশীলভাবে কার্যক্রম সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রমটি তদারকি করবেন প্রকল্প পরিচালকসহ উপ-প্রকল্প ও সহকারী প্রকল্প পরিচালক।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে নির্ধারিত পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্য—দুই ক্ষেত্রেই সহায়ক ভূমিকা রাখবে।