DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

জাতীয়

‘জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন’

জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মো. আবদুল কাইয়ূম। শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সংলাপে তিনি এ কথা বলেন।

অনলাইন ডেস্ক
Untitled

জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মো. আবদুল কাইয়ূম।

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সংলাপে তিনি এ কথা বলেন।

আবদুল কাইয়ূম বলেন, স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে না পারলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু করা যাবে না। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত।

তিনি বলেন, পুলিশকে এখন আর কার্যকর প্রতিষ্ঠান বলা যায় না। সাধারণ প্রশাসন যারা নির্বাচনের মূল ভূমিকা পালন করবে, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা করা যায় না।

সংলাপে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, এই সরকারেরও সময় শেষ হয়ে আসছে। ডিসেম্বরে তারা নাকি নির্বাচন দেবে। আমি মনে করি, স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। আগে হলে অনেক উপকার হবে।

জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে একই কথা বলেছেনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।