বায়ুদূষণ কমাতে মেয়াদোত্তীর্ণ সব যানবাহন পর্যায়ক্রমে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৩০ জুন) সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আগামী অক্টোবরের আগে শীতকাল শুরুর আগেই রাজধানীসহ বিভিন্ন এলাকার ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে মেয়াদোত্তীর্ণ গাড়ি অপসারণের কাজও শুরু হবে। এছাড়া, পরিবহন ব্যবস্থার উন্নয়নে নতুন করে ২৫০টি যানবাহন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি ওয়ার্কিং কমিটি গঠনের কথাও জানান তিনি।