ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার, ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরদিন, অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করে নামের তালিকা প্রকাশ করতে হবে।

ইসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি নির্বাচনে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি সূত্র জানায়, চূড়ান্ত প্রার্থী তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে প্রকাশ করা হবে।