DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

জাতীয়

উপদেষ্টা পরিষদের বৈঠক

পিএসসির মাধ্যমে ডাক্তার নিয়োগসহ এক গুচ্ছ সিদ্ধান্ত

পিলখানায় বিডিয়ার বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
Printed Edition
P1AA

পিলখানায় বিডিয়ার বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে রেজওয়ানা জানান, পিএসসির মাধ্যমে ৩হাজার ৪৯৩জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষ আসলে চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায়, এ জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা দুটো দেশ থেকে বর্তমানে এলএনজি আমদানি করছি। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে আরামকো বলে একটি বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বাজারে যেই দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তার মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ। যেটা বেশ ভালো একটা হার। এ সময়কালে জারি করা অধ্যাদেশ ২০টি, অনুমোদিত নীতিমালা ২টি, দ্বিপাক্ষিক/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।

উপদেষ্টা বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বিশ্বের অনেক দেশে পণ্যের গায়ে লেখা থাকে। যাতে যারা ওই খাদ্য গ্রহণ করছেন তারা জেনেই ওই খাদ্য গ্রহণ করেন। সিদ্ধান্ত হয়েছে যে, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য করে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করবো। তিনি আরও বলেন, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল। আজকের বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তারা শহীদের মর্যাদা দেওয়ার কথাও জানান উপদেষ্টা রেজওয়ানা হাসান। এর আগে গত ২৩ ব্রেুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতিবছর ২৫ ব্রেুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানায় সরকার।

২০০৯ সালের ২৫ ব্রেুয়ারি রাজধানীর পিলখানায় (তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণ করেন। তারা এবার পেতে যাচ্ছেন শহীদের মর্যাদা।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি এককালীন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। অভ্যুত্থানে আহত প্রায় ১২ হাজার ৫০০ জনের জন্য শুধু স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি একটি এককালীন সুবিধা হিসেবে থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে এটা বিবেচনা করা হচ্ছে। কোনভাবেই এটা কোটার সঙ্গে তুলনীয় নয়।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তারা দুটি পক্ষই এই ঘটনাকে ফৌজদারি অপরাধ মনে করছে না। তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এটাকে তারা ক্রাইম হিসেবে নি”েছ না, উভয় পক্ষ আলোচনা করে বিষয়টা মীমাংসা করে নিয়েছে, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না।

প্রসঙ্গত, রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে দুই তর“ণীকে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রিজওয়ানা হাসান বলেন, মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার বিষয়ে আজ আমরা জেনেছি উভয় পক্ষ পুলিশের সামনে একটি আপোষনামা সই করেছে। যেহেতু দুই পক্ষই সই করেছে, সেটাকেই আমাদের চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হ”েছ। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। তিনি বলেন, মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনও সুযোগ এদেশে নেই। সরকার এটির বিরুদ্ধে সব সময় একটি শক্ত অব¯’ানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরি¯ি’তি আগে যেভাবে ছিল সম্পূর্ণভাবে ওইভাবে আমরা ফেরত আনতে পারিনি বা ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পা”িছ যে কোনও কোনও জায়গায় এরকম মব এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারে অব¯’ান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিজ কিংবা মোরাল পুলিশিংয়ের কোনও সুযোগ নেই। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। কোন দল চাঁদাবাজি করলো এটা সরকার দেখবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন।