ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐতিহাসিক ঘটনার মুহূর্তে সবার আগে খবরটি প্রকাশ করেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের তৎকালীন ব্যুরো প্রধান শফিকুল আলম। এবার সেই সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে পেলেন এশিয়ার মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার SOPA ২০২৫-এ সম্মানজনক স্বীকৃতি (Honourable Mention)।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম নিজেই এ তথ্য জানান। সেখানে তিনি লেখেন,

"এটা আমার জন্য বড় খবর। ‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য SOPA-তে অনারেবল মেনশন পেয়েছি।"

পোস্টের সঙ্গে তিনি SOPA অ্যাওয়ার্ডের একটি ছবিও শেয়ার করেছেন।

SOPA (Society of Publishers in Asia) হলো এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার, যা এই অঞ্চলের মুক্ত গণমাধ্যম ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহ দেয়। প্রতিবছর গুরুত্বপূর্ণ প্রতিবেদনের জন্য নির্বাচিত সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

শফিকুল আলমের প্রাপ্ত সম্মান সেইসব সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে, যারা সংকটপূর্ণ সময়ে তথ্য সংগ্রহ করে বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরেন।