গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী সমালোচনার প্রেক্ষিতে জেলা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে, তদন্ত কার্যক্রম সম্পূর্ণ গুরুত্বসহকারে ও আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে, অভিযুক্তদের কাউকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, মামলার বস্তুগত ও পারিপার্শ্বিক সাক্ষ্য যথাযথভাবে সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুততম সময়ে তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, এই মামলার তদন্তে জেলা পুলিশ কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণ করছে না। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করছি। অভিযুক্তদের রেহাই দেওয়া বা মামলাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে অনাস্থা সৃষ্টি না করার জন্য সবাইকে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রমের প্রতিটি ধাপ আইনগত প্রক্রিয়া মেনে সম্পন্ন হচ্ছে এবং ইতোমধ্যেই প্রাথমিক সাক্ষ্য ও আলামত সংগ্রহের কাজ অনেকদূর এগিয়েছে। জেলা পুলিশ বিশ্বাস করে, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পুলিশের প্রতি আস্থা রাখার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করার জন্য।